মস্কোয় আরবিসিসিআই-ডিসিসিআই মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ৫:২৫:২৯,অপরাহ্ন ২৩ জুন ২০১৫
মস্কো:: মস্কোতে ২১ জুন রোববার সন্ধ্যা সাতটায় টক অব দ্যা টাউন রেষ্টুরেন্টে বাংলাদেশি বিজনেসম্যান অ্যাসোসিয়েশন (আরবিসিসিআই) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে ডিসিসিআই’র পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের ঊর্ধ্বতন সহ-সভাপতি জনাব হুমায়ুন রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরবিসিসিআই’র সহসাধারণ সম্পাদক জনাব মোঃ শাহিনুর রহমান। সভাপতি জনাব মাহবুবুল আলম (সিআইপি) আরবিসিসিআইয়ের কার্যক্রম এবং রাশিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার আরো সম্প্রসারণের লক্ষ্যে, বিভিন্ন গুরুত্বপূর্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। একই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে ক্রমান্নয়ে আরো বক্তব্য রাখেন আরবিসিসিআই’র সাবেক সভাপতি ও বাংলাদেশে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক জনাব রফিকুল ইসলাম মিয়া আরজু,সাবেক ভাইস প্রেসিডেন্ট জনাব শওকত আলী খান মামুন,জনাব প্রেমানন্দ দেব নাথ, জনাব আলমগীর কবির,জনাব নুরুল ইসলাম, জনাব সুব্রত সুমন এবং জনাব বাহাউদ্দিন মিন্টু।
বক্তব্য শেষে রাশিয়া ও বাংলাদেশর মধ্যে ব্যবসা-বানিজ্য সম্প্রসারন সংক্রান্ত নানা বিষয় নিয়ে বক্তারা আলোচনা করেন। সভায় আরবিসিসিআই’র সদস্যরা রাশিয়ায় তাদের ব্যবসায়িক কাজের সফলতা-ব্যর্থতার বাস্তব অভিজ্ঞতার আলোকে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য বিভিন্ন পরামর্শ রাখেন। জনাব রফিকুল ইসলাম মিয়া আরজু তাঁর বক্তব্যে ভবিষ্যতে আরবিসিসিআই ও ডিসিসিআই’র যৌথ উদ্যোগে রাশিয়ার স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ঢাকায় বিজনেস সেমিনার আয়োজন করার পরমর্শ দিলে জনাব হুমায়ন রশিদ এই সেমিনার করার উদ্দ্যেগ নিবেন বলে জানান।
প্রসঙ্গত,পশ্চিমাদের কঠিন অর্থনৈতিক অবরোধে বর্তমান অস্থির অর্থনীতিতে রাশিয়ার নজড় বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও রপ্তানিকারকদের উপর, বিশেষ করে এশিয়ায়। ইতিমধ্যে যারা এই সুযোগ নিয়েছেন তাঁর মধ্যে উল্লেখযোগ্য দেশ হচ্ছে ভারত, চীন, ভিয়েতনাম ও তুরষ্ক। তাই আরবিসিসিআই’র সদস্যরা জনাব হুমায়ন রশিদকে অনুরোধ করেন বাংলাদেশ সরকার ও বিভিন্ন ব্যবসায়িক সংঘঠনকে পরামর্শ রাখতে রাশিয়ায় সাথে সরকারি এবং বেসরকারি পর্যায়ে সম্পর্ক আরো অনেক উন্নিত করার জন্যে। তাঁরা সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে জমি নিয়ে রাশিয়ায় বাংলাদেশি অর্থনৈতিক জোন তৈরী করার পরামর্শ রাখেন। কারণ বর্তমানে এখানে বিশাল বাজার রপ্তানিকারক এবং বিনিয়োগকারীর জন্য অপেক্ষা করছে।