মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে মিরসরাইয়ের নৌকার মাঝি রুহেল-কে
প্রকাশিত হয়েছে : ১২:২০:৪১,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০২৪
অপেক্ষার পালা শেষ। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সেই মাহেন্দ্রক্ষণ। বঙ্গভবনে শপথ নেবেন ভূমিধ্স বিজয়ী আওয়ামী লীগের নতুন মন্ত্রিসভা। পুরো দেশবাসীর দৃষ্টি এখন গণভবনে। ইতিহাসের নজির সৃষ্টি করে টানা চারবার বিজয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী পাঁচ বছরে সমৃদ্ধির বাংলাদেশ গড়তে কেমন মন্ত্রিসভা আনছেন, তা দেখার জন্য অধীর অপেক্ষায় পুরো দেশের মানুষ।
মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে মিরসরাইয়ের নৌকার নতুন মাঝি মাহবুব উর রহমান রুহেল-কে।
এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে নতুন মুখ হিসেবে মাহবুব উর রহমান রুহেল নৌকা প্রতীকে লড়াই করেন। তিনি ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
মাহবুব উর রহমান রুহেল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মিরসরাই আসন থেকে সাতবার নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেঝো ছেলে।
জানা গেছে, ১৯৯৭ সাল থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য পুত্র মাহবুব উর রুহেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ওইসময় থেকে তিনি মিরসরাই এবং পরবর্তীতে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।
গত ২৬ বছর তিনি তার বাবার সাথে থেকে মিরসরাই উপজেলার ১৮টি দলীয় ইউনিটের ১৬২টি সাব ইউনিট নিয়ে কাজ করেছেন। বর্তমানে স্থানীয় আওয়ামী লীগ মাহবুব উর রহমান রুহেলের নেতৃত্বে ঐক্যবদ্ধ।
এছাড়াও মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে যাদের দেখা যেতে পারে:
এবারের সংসদ নির্বাচনে বেশ কয়েকজন ব্যক্তিকে বাছাই করে মনোনয়ন দেওয়া হয়েছে। বিভিন্ন সেক্টরে তাদের বেশ কাজ রয়েছে। তাদের মধ্যে নির্বাচিত হয়ে আসাদের সুনির্দিষ্ট সেক্টরে কাজে লাগাতে পারেন। এর মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক আমলা ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম, অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, জ্বালানি বিশেষজ্ঞ ও আইনের অধ্যাপক ড. সেলিম মাহমুদ, বিমানের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেটরত্ন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানসহ অনেকে।
মো: আবদুল্লা আল আমীন