মধ্যরাতে বরিশালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে অগ্নিসংযোগ
প্রকাশিত হয়েছে : ৪:৪২:১৭,অপরাহ্ন ১২ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
বুধবার রাত সোয়া ১২টার দিকে বরিশাল নগরীর গোড়াচাঁদ দাস রোডে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সন্তারাসীদের দেয়া আগুনে অফিস কক্ষের একটি কম্পিউটার ও একটি প্রিন্টার পুড়ে গেছে।
উপ-পরিচালক কার্যালয়ের নৈশপ্রহরী জাহিদুল ইসলাম জানান, তিনি অফিস কক্ষের সামনে অবস্থান করছিলেন। এমন সময় অফিসের ১০৩ ও ১০৪ নম্বর কক্ষে ধোয়া উড়তে দেখে ছুটে যান।এরপর কার্যালয়ের পাশে বসবাসকারী গাড়ি চালক লুৎফর রহমান ও পিওন মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে রাত পৌনে একটার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তারা কাউকে আটক করতে পারেনি।
থানার উপ-পরিদর্শক আবু তাহের জানান, দুর্বৃত্তরা অফিস কক্ষের পেছনে সীমানা প্রাচীর ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশ করে এবং পেছনের জানালার কাঁচ ভেঙে কেরোসিন দিয়ে অফিস কক্ষে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে মন্তব্য করেন তিনি। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছে বলে জানান তিনি।






