মংলা বন্দরের সমস্যা সমাধানে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
প্রকাশিত হয়েছে : ১২:৫৯:৪৮,অপরাহ্ন ২৩ মে ২০১৫
নিউজ ডেস্ক::
মংলা বন্দরে চলমান সমস্যাগুলো অচিরেই সমাধানের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার জন্য অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পাশাপাশি মংলা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন (সিঅ্যান্ডএফ) সম্প্রতি মংলা বন্দর ব্যবহার সংক্রান্ত যে সব দাবি উত্থাপন করেছে, বন্দরের স্বার্থে এগুলো পূরণেরও দাবি জানানো হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ হস্তক্ষেপ কামনা করা হয়।
বিবৃতি দাতারা হলেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক, ঊর্ধ্বতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি গোপী কিষণ মুন্ধড়া ও পরিচালকদের মধ্যে শেখ আসাদুর রহমান, শেখ মাহাবুব রহমান, আবুল বাসার পাটওয়ারী, এস এম ওবায়দুল্লাহ, এস এম সাইফুল ইসলাম পিয়াস, আজিজুর রহমান, এম এ মতিন পান্না, মো. জাহাঙ্গীর হোসেন, মো. সিরাজুল হক, আলহাজ মো. মোশাররফ হোসেন, মো. মোস্তফা কামাল পাশা, মো. তোফাজ্জেল হোসেন, বদরুল আলম মার্কিন, মো. মফিদুল ইসলাম টুটুল, মো. মোস্তফা জেসান ভুট্টো, শেখ মো. গাউসুল আজম, মো. আমিনুল ইসলাম মুন্না, খান সাইফুল ইসলাম, এস এম খালিদ হোসেন, দীপক কুমার দাস।
আমদানি-রফতানি করা পণ্য পরীক্ষা-নিরীক্ষার নামে কাস্টমস কর্তৃপক্ষের হয়রানি বন্ধসহ তিন দফা দাবিতে গত বুধবার (২০ মে) সকাল থেকে সিঅ্যান্ডএফ’র কর্মচারিরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন। অনিদিষ্টকালের এ কর্মবিরতিতে মংলা বন্দরে আমদানি পণ্য ছাড় বন্ধ রয়েছে।