ভূমিকম্পে খুলনায় দেবে গেছে ভবন
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:০০,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
দেশজুড়ে অনুভূত হওয়ার কাঁপানো ভূমিকম্পে শিল্প নগরী খুলনাতেও আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে বেশ কিছু স্থানে ভবনে ফাটল দেখা যাওয়ার খবরের পাশাপাশি দেবে যাওয়া ও হেলে পরার খবর পাওয়া গেছে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে সারা দেশের ন্যায় খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন এলাকায় মৃদু, মাঝারি ও বড় ধরনের ভূকম্পন অনুভূত হয়। ইউএস জিএস’র তথ্যমতে ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৫।
প্রায় মিনিট খানেক স্থায়ী এ ভূকম্পনের মধ্যে নগরীর দাদা ম্যাচ ফ্যাক্টরীর পাশে ইব্রাহীম নামে একজনের পাঁচতলা একটি ভবনের নিচতলা দেবে গেছে, হেলাতলা মোড়ের একটি চারতলা ভবন, পিকচার প্যালেস মোড়ে আজমল প্লাজা হেলে পরেছে। একইভাবে বড় বাজারের একটি ভবন হেলে পরেছে।
এছাড়া মহানগর বিএনপি কার্যালয়ের পাশের একটি ভবনে ফাটল দেখা গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এসময়ে নগরীর বিভিন্ন এলাকায়, অলি-গলিতে সাধারণ মানুষ বাসা ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। অনেক অফিস, দোকানপাট, মার্কেট থেকেও লোকজন আতংকে রাস্তায় চলে আসে।