ভূমিকম্পের অ্যালার্ট মেশিন আবিষ্কার!
প্রকাশিত হয়েছে : ৯:১১:২৩,অপরাহ্ন ১৪ মে ২০১৫
তথ্য প্রযুক্তি ডেস্ক :: ঝড়, সাইক্লোন থেকে শুরু করে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাওয়া সম্ভব। ভূমিকম্পের ক্ষেত্রে তেমনটা বলা যায় না। তবে এই দুর্যোগের পূর্বাভাস দিতে পারে এমন যন্ত্র উদ্ভাবন করেছেন ভারতের এক গবেষক।
গত মঙ্গলবারেও শিলিগুড়ির বাসিন্দা ইঞ্জিনিয়ার নারায়ণ জেঠওয়ানি প্রতিবেশীদের ভূমিকম্পের ব্যাপারে আগে থেকেই সতর্ক করে দেন। ২৮ বছর ধরে গবেষণা করে এই যন্ত্রটি উদ্ভাবন করলেও টাকার অভাবে তা আজও পড়ে আছে গবেষণাগারে। তবে এই যন্ত্রটির কার্যকারিতা নিয়ে দ্বিমত নেই প্রতিবেশীদের। কারণ একাধিকবার তিনি এই যন্ত্রের ব্যবহার দেখিয়েছেন।
কর্মসূত্রে দীর্ঘকাল ভূটানে ছিলেন ইঞ্জিনিয়ার নারায়ণ। সেখানে এক ভয়াবহ ভূমিকম্পের পর তার মাথায় আসে এমন এক যন্ত্রের ভাবনা। দীর্ঘ ২৮ বছরের কঠিন পরিশ্রম এবং গবেষণার পর তিনি উদ্ভাবন করেন এই মেশিন। পরে ২০০৬ সালে তার উদ্ভাবন সম্পর্কে ইন্ডিয়ান ইনোভেশন ফাউন্ডেশনকে লিখিতভাবে জানিয়ে ছিলেন তিনি। কিন্তু উনার অভিযোগ, সরকার এ বিষয়ে নজর দেয়নি।