ভুয়া ফেসবুক পেজের ক্ষতিপূরণ ১ লাখ ৩৪ হাজার ডলার!
প্রকাশিত হয়েছে : ১১:২৭:০৭,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০১৫
অনলাইন ডেস্ক:: ভুয়া ফেসবুক পেজের ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী এক নারীকে ১,৩৪,০০০ ডলার ক্ষতিপূরণ দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে।
মাদকচক্রের সঙ্গে জড়িত ওই নারীর বন্ধুকে ধরতে তৈরি করা ভুয়া পেজটিতে ওই নারীর অর্ধনগ্ন ছবি পোস্ট করা হয়েছিল বলে জানিয়েছে বিবিসি।
ঘটনার শুরু ২০১০’র জুলাইয়ে। এক রেস্তোরাঁয় কাজ করতেন সোন্ড্রা আরকুয়েট। মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
কোকেন রাখার দায়ে তার ছয়মাসের কারাদণ্ড হয়। গ্রেপ্তারের সময় নিজের মোবাইল ফোনটি পুলিশের হাতে তুলে দিয়ে অন্যান্য অপরাধীদের ধরতে এতে থাকা তথ্যগুলো ব্যবহার করার অনুমতি দেন পুলিশ কর্মকর্তাদের।
এসব অপরাধীর মধ্যে আরকুয়েটের বন্ধুও ছিলেন। মাদক বিক্রয়ের বিষয়টি ওই বন্ধু নিয়ন্ত্রণ করতেন বলে সন্দেহ করে পুলিশ।
পুলিশি এই অভিযান চলার এক পর্যায়ে আরকুয়েট আবিষ্কার করেন, তার আরেক নাম সোন্ড্রা প্রিন্স ব্যবহার করে ফেসবুকে একটি ভুয়া একাউন্ট খোলা হয়েছে। “সবার জন্য উন্মুক্ত” এই একাউন্টে বিএমডব্লিউ গাড়িতে হেলান দেয়া তার একটি অর্ধনগ্ন ছবি আপলোড করা হয়েছে।
একই পেজে তার নিজের ছেলে ও বোনের মেয়ের ছবিও আপলোড করা হয়েছে। আরকুয়েটের বন্ধুকে ধরতে এই একাউন্ট থেকে একটি “ফ্রেন্ড” রিকোয়েস্টও পাঠানো হয়েছে।
আরকুয়েট জানতে পারেন তার মোবাইল ফোনের তথ্য ব্যবহার করে পুলিশ এই কাজ করেছে। এ বিষয়ে অভিযোগ করে ২০১৩ সালে সরকারের বিরুদ্ধে মামলা ঠুকে দেন আরকুয়েট।
পেজটি “সবার জন্য উন্মুক্ত” নয় বলে দাবি করে যুক্তরাষ্ট্র সরকার। কিন্তু পেজটি সরিয়ে নেয়ার আগেই নিউজ সাইট বুজফিড ও বার্তা সংস্থা এপি পেইজটি খুলতে সক্ষম হয়।
মাদকচক্রকে ধরতে তিনি সহায়তা করছেন, এই পেজ থেকে সেটি জানাজানি হয়ে গেছে, এবং এতে আরকুয়েট ভয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন বলে অভিযোগ করেন।
ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন নামের একটি ডিজিটাল অধিকার গোষ্ঠী আরকুয়েটের মামলা নিয়ে সোচ্চার হয়। ফেসবুক কর্তৃপক্ষও অসন্তোষ প্রকাশ করে এতে। মামলাটিকে ঘিরে পুলিশের বিরুদ্ধে ব্যক্তিগত সীমা লঙ্ঘণ করার অভিযোগ ওঠে।
আরকুয়েটের এই আইনজীবী বলেছেন, তিনি মনে করেন আদালতের এ রায়ের পর ভুয়া পেজ ব্যবহার করা যে “পুরোপুরি অনাকাঙ্খিত” এটি কর্মকর্তারা বুঝতে পারবেন।