ভাড়াটে ভোটার!
প্রকাশিত হয়েছে : ২:৫৯:৫২,অপরাহ্ন ১৮ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাঙ্গামাটির ১০ উপজেলায় একযোগে ভোটগ্রহণ চলছে। কিন্তু রাঙ্গামাটি সদরের বিভিন্ন ভোটকেন্দ্রে ভাড়াটিয়া ভোটারের মাধ্যমে ভোট প্রদানের অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অরুন কান্তি চাকমা।
সোমবার সকালে রাঙ্গামাটি শহরের গৌধুলী আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শকালে একজনকে দেখা যায় ভোট দিয়ে বেরিয়ে আসতে। এ সময় তাকে জিজ্ঞাসা করা হলে তিনি নিজেকে লংগদুর বাসিন্দা বলে দাবি করেন। তিনি লংগদু উপজেলার বাসিন্দা হয়ে সদরে কেন ভোট দিচ্ছেন এমন প্রশ্ন করলে দ্রুত পালিয়ে যান।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার গোলাম হোসেন বলেন, বেশ কিছু ছেলে জালভোট দিতে কেন্দ্রে জড়ো হয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বের করে দেয়। তারপরও কয়েকটি জালভোট পড়তে পারে। এটা অস্বাভাবিক কিছু না।
এছাড়া শহরের কাঁঠালতলী, রিজার্ভ বাজার, তবলছড়ির বিভিন্ন কেন্দ্রে জাল ভোটের অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অরুন কান্তি চাকমা।তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্রে জালভোট এবং বাইরে থেকে ভোটার এনে ভোট দেয়ানো হচ্ছে বলে জেনেছি।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর বলেন, এটা তো ভালো না, খারাপ দৃষ্টান্ত। আমি এখন কথা বলতে পারছি না, শরীর ঠিক নাই।
রাঙ্গামাটির রিটার্নিং কর্মকর্তা এস এম শফি কামাল বলেন, আমরা এমন দু’একটা ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি। তবে কোনো সত্যতা পাইনি। যদি কেউ অভিযোগ করে এবং নিশ্চিত করে আমরা আইনগত ব্যবস্থা নিব।
অন্যদিকে রাতেই ভোট দেয়ার অভিযোগ এনে রাঙ্গামাটির তিন উপজেলা নানিয়ারচর, বাঘাইছড়ি ও কাউখালীতে পাঁচ চেয়ারম্যান প্রার্থী এবং একইসঙ্গে সাত ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন বলে তারা জানিয়েছেন।