‘ভবিষ্যতে ইন্টারনেট বলে কিছু থাকবে না’
প্রকাশিত হয়েছে : ১১:২৯:৫২,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০১৫
তথ্য-প্রযুক্তি ডেস্ক :: বর্তমানে যে ধরনের ইন্টারনেট ব্যবস্থা প্রচলিত আছে, ভবিষ্যতে তার আর থাকছে না বলে ভবিষ্যদ্বানী করেছেন গুগলের এক্সিকিউটিভ চেয়ারম্যান এরিক স্কিমিডট।
সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ‘দ্য ফিউচার অব ডিজিটাল ইকোনমি’ শীর্ষক প্যানেল আলোচক হিসেবে ভবিষ্যতের ইন্টারনেট কেমন হতে পারে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ ভবিষ্যদ্বানী করেন।
এরিক বলেন, ভবিষ্যতে অনেক বেশি আইপি অ্যড্রেস থাকবে, থাকবে অনেক বেশি ডিভাইস, যেগুলো মানুষের রোজকার জীবনযাপনকে আরো আরামদায়ক ও গতিময় করে তুলবে। এমনকি আপনার পরিধেয় বস্ত্রের সাথেও আপনি যোগাযোগ করতে পারবেন।। মোটকথা আপনার যোগাযোগের এত বেশি মাধ্যম থাকবে যে আপনার আর ইন্টারনেটের প্রয়োজন হবেনা।
এরিক স্কিমিডট বলেন, এমন একটা রুমের কথা চিন্তা করুন যেটা সক্রিয় এবং আপনার অনুভূতিতে রুমের জিনিসপত্রগুলো সাড়া দিচ্ছে। ভবিষ্যতের যন্ত্রপাতিগুলো হবে এমনই যে সেটা মানুষের অনুভুতি বুঝতে সক্ষম এবং তখনকার পৃথিবী হবে আরো অনেক বেশি মজার।
অ্যাপ এবং স্মার্টফোনের অগ্রযাত্রার এই সময়ে এখনই বিভিন্ন ধরনের প্রযুক্তিবান্ধব সেবা আসছে। এখন আপনি আপনার চাহিদা অনুযায়ী যেকোনো কিছুই ব্যবহার করতে পারছেন। আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমেই আপনি এখন চাইলেই যেকোনো কিছু দেখতে পারছেন। এই স্মার্টফোন মানুষের জীবনকে অনেকখানি বদলে দিয়েছে। ভবিষ্যতেও এই ধরনের আরো ডিভাইস আসবে যা মানুষের জীবনকে আরো সহজ ও গতিশীল করে দেবে।
এ প্যানেলে আলোচক হিসেবে আরো ছিলেন ফেসবুকের চিফ অপারেটিং অফিসার (COO) শেরিল স্যান্ডবার্গসহ প্রযুক্তি বিশ্বের নামকরা আরো অনেকে।