ভবিষ্যতের স্মার্ট বাড়ি কেমন হতে পারে?
প্রকাশিত হয়েছে : ৮:৪৪:০০,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
তথ্য-প্রযুক্তি ডেস্ক :: প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আজকাল সকল পণ্যই স্মার্ট হয়ে যাচ্ছে। যার ফলে জীবন হয়েছে সহজ আর আমরা হয়েছি অলস। আর এবার ভাবুন আমাদের বাড়িটাও যদি স্মার্ট বাড়ি হয়ে যায় তাহলে কেমন হবে সেই জীবন।
মাত্র কয়েক বছরের মধ্যে দেখা যাবে স্মার্ট বাড়িতে এলার্মের শব্দে ঘুম ভাঙলে রুমের গোপন সেন্সর সে বিষয়টি জেনে যাবে এবং স্বয়ংক্রিয় ভাবে রুমের লাইট জ্বালিয়ে দিবে এবং ঠাণ্ডার দিনে থার্মস্ট্যাট আস্তে আস্তে কিচেন, বাথরুম গরম করবে। আর গরমের সময় এসি অন করে দিবে। স্মার্ট কফি মেশিনে কফি তৈরি হতে থাকবে। এবং বাড়ি থেকে বের হওয়ার সময় অ্যাপের মাধ্যমে সেলফ ড্রাইভিং গাড়ী নিজেই গ্যারেজ থেকে বের হয়ে আসবে। বাড়ি থেকে বের হওয়ার সময় দরজাটি অটোম্যাটিক লক হবে।
এধরনের বাড়ি হলে আসলেই তা হবে স্বপ্নের বাড়ি যা আমরা ছোটবেলায় রূপকথার বইয়ে পড়তাম।