বড়াইগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
প্রকাশিত হয়েছে : ৮:৫৮:৫৪,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিষ্টপুর এলাকায় আকবর আলী ওরফে আব্দুর রাজ্জাক (৩০) নামে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার সকালে আব্দুর রাজ্জাকের প্রতিবেশী রবিউল করিমকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত আব্দুর রাজ্জাকের বাড়িতে গিয়ে তাকে ছুরিকাঘাত করে। এসময় তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম ছুটে এলে দুর্বত্তরা তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ অবস্থায় বাড়ির লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য জানান।