বৃটেনে লেবার রিজিওনাল বোৰ্ড মেম্বার নির্বাচিত হলেন সিলেটি মেয়ে আফসানা
প্রকাশিত হয়েছে : ৩:০৩:০৯,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: বৃটেনে সিলেটি মেয়ে আফসানা লেবার রিজিওনাল বোৰ্ড মেম্বার নির্বাচিত। এটি এথনিক মাইনোরিটির জন্য একটি অৰ্জন। গত ২ ও ৩ মাৰ্চ অনুষ্ঠিত,লেবার পার্টির রিজওনাল সম্মেলনে সিটিও ইষ্ট নিউহাম,বার্কিং ও ডেগেনহাম,রেডব্রিজ, হেবারিংও টাওয়ার হ্যামলেটস এর প্রতিনিধি হিসাবে নির্বাচিত হন,আফসানা বেগম (টাওয়ার হ্যামলেটস)এবং বব লিটল উড (রেডব্রিজ)। ও লাইম হাউস লেবার পার্টির সেক্রেটারী উদিয়মান রাজনৈতিক কর্মী, আফসানা বেগম।
তাকে নিৰ্বাচিত করায় অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমার অবস্থান ঘৃণার রাজনীতির বিরেুদ্ধে। লেবার পার্টির, স্থানীয় পর্যায়ের সদস্যদের স্বার্থ ও সংখ্যালঘু জনগোষ্ঠির সামাজিক অবস্থান নিশ্চিত করন এবং তাদের মুখপাত্র হিসাবে পরিচালিত হবে আমার কর্মধারা।
আফসানা বলেন,আমি লেবার পার্টি ও জেরেমী করবিনের ভিসনকে স্বাগত জানিয়ে কাজ করতে চাই। এবং আগামী দু,বছর ট্রেনিং, ডেভোলাপমেন্ট, লোকাল পার্টিতে গণতন্ত্র চর্চাও প্রতিনিধিত্ব নিশ্চিন্ত করনের জন্য কাজ করবো।
উল্লেখ্য আফসানা বেগম,টাওয়ার হ্যামলেটসে জন্ম ও বেড়ে উঠা।তার বাবা সাবেক কাউন্সিলার ও মেয়র মরহুম মনির উদ্দিন আহমদের অনুপ্রেরনায় অল্প বয়সে রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে সংপৃক্ত হন। আফসানা বর্তমানে টাওয়ার হ্যামলেটস হোম ওকুইনম্যারী ইউনিভার্সীটিতে কৰ্মরত।