বুলেটপ্রুফ নয়, বাজারে এলো গ্রেনেডপ্রুফ গাড়ি
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:২৮,অপরাহ্ন ২৩ মে ২০১৫
তথ্য প্রযুক্তি ডেস্ক :: বুলেটপ্রুফ গাড়ির কথা আমরা অনেক শুনেছি। জেমস বন্ডসহ বিভিন্ন পশ্চিমা সিনেমাতে অত্যাধুনিক এ গাড়িসহ বিভিন্ন মডেলের আরো গাড়ি দেখি।
তবে এসবের বাইরে খুবই অত্যাধুনিক এবং নিরাপত্তার দিক থেকে আরো উন্নত গাড়ি এনেছে মার্সিডিজ বেঞ্জ।
এই গাড়ি প্রতিষ্ঠান এবার বাজারে নিয়ে এলো বিলাসবহুল গ্রেনেড প্রুফ গাড়ি। গাড়িটির জার্মান নির্মাতা সংস্থার দাবি, ‘এস ৬০০ গার্ড’ নামে গাড়িটি গ্রেনেডেও অক্ষত থাকবে।
মার্সিডিজ বেঞ্জ ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এবারহার্ড কের্ন জানান, যাদের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রয়োজন তাদের কথা মাথায় রেখেই গাড়িটি নির্মাণ করা হয়েছে।
কের্ন জানান, এস-শ্রেণির মার্সিডিজের এ গাড়িতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গাড়িটিকে ফর্টরেস অন হুইলস (fortress on wheels) বলে আখ্যায়িত করে তিনি বলেন, গাড়িটিতে গ্রেনেডের আক্রমণ থেকে রক্ষার পাশাপাশি রয়েছে অগ্নিপ্রতিরোধ ব্যবস্থাও। নতুন মডেলের এ গাড়িটি VR9 ( Highest ballistics protection class) সার্টিফিকেট পেয়েছে বলেও দাবি করেন এবারহার্ড কের্ন।
ভারতীয় বাজারে ৮.৯ কোটি টাকা থেকে গ্রেনেড প্রুফ এ গাড়ির দাম শুরু। খুব শিগগিরই বাংলাদেশের বাজারেও এই গাড়ি আসছে বলে জানা গেছে।