বিয়ে করলেন জলের গানের জার্নাল
প্রকাশিত হয়েছে : ৮:২৩:৪১,অপরাহ্ন ১৯ জুন ২০১৫
বিনোদন ডেস্ক::
বিয়ের সানাই বাজল জলের গান ব্যান্ডের সদস্য সাইফুল ইসলাম জার্নালের। পাত্রী নারায়ণগঞ্জ ঐকিক নাট্যদলের সদস্য আজমিন আজাদ কথা। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় কথার বাবার বাসায় পারিবারিকভাবে তাদের আকদ সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা।
জার্নাল বলেন, ‘কথার সঙ্গে অনেক বছর আগে থেকে পরিচয়। চার বছর আগে এটি পরিণয়ে রূপ নেয়। আমার পছন্দের কথা দুইজনের পরিবারের সদস্যরাই জানতেন। সেভাবেই এ বিয়ের আয়োজন করা হয়।’
নতুন জীবন শুরু করার অনুভূতি জানাতে তিনি বলেন, ‘আমরা পাঁচ ভাই। আমি সবার ছোট। এটাই আমাদের পরিবারের শেষ বিয়ে তাই একটু দুঃখ হচ্ছে!’
জার্নাল জলের গান ও নাট্যসংগঠন প্রাচ্যনাটের সঙ্গে দীর্ঘদিন থেকে যুক্ত। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। তার বাবা মোহাম্মদ নুরুল ইসলাম পেশায় ডাক্তার। মা গৃহিনী মোর্শেদা খাতুন চৌধুরী।
অন্যদিকে, নারায়ণগঞ্জের মেয়ে আজমিন আজাদ কথা ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগে স্নাতক করছেন। পাশাপাশি গান ও মঞ্চনাটকের সঙ্গে যুক্ত তিনি। তার বাবা কবি হালিম আজাদ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদক। মা ফাহমিদা আজাদ নারীনেত্রী ও আবৃত্তিকার।