বিয়ের পিঁড়িতে বসা হলো না ডা. প্রিয়াঙ্কার
প্রকাশিত হয়েছে : ১২:৪৫:৪৮,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিয়ের পিঁড়িতে বসা হলো না তরুণ চিকিৎসক প্রিয়াঙ্কা সাহার (২৫)। চারতলা বাসার ছাদে বসে মোবাইলে কথা বলার এক পর্যায়ে নিচে পড়ে যান। হাসপাতালে নেয়ার পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে খুলনা মহানগরীর দোলখোলা রায়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রিয়াঙ্কা সাহা নড়াইল জেলার কালিয়া উপজেলার বাসিন্দা ফরিদপুর পিডিবির প্রকৌশলী অরুণ কুমার সাহার মেয়ে। তিনি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে চাকরি করতেন। আগামী শুক্রবার তার বিয়ের দিন তারিখ নির্ধারণ করা ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে প্রিয়াঙ্কা সাহা বাসার চারতলার ছাদের রেলিংয়ে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এক পর্যায়ে অসতর্ক মুহূর্তে সেখান থেকে নিচে পড়ে যান। তাকে আশঙ্কাজনক অবস্থায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুপুর আড়াইটার দিকে দোলখোলা রায়পাড়ার বাসার ছাদ থেকে অসাবধানতাবশতঃ পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা শেখ আখিরুল ইসলাম জানান, মেডিকেল অফিসার হিসেবে চাকরি করতেন প্রিয়াঙ্কা সাহা। দুপুর আড়াইটার দিকে ছাদ থেকে পড়ে যান। হাসপাতালে আনার পথে তিনি মারা যান।
খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, ডা. প্রিয়াঙ্কা সাহার মৃত্যু আত্মহত্যা না অপমৃত্যু তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।