বিশ্ব সংগীত দিবস আজ
প্রকাশিত হয়েছে : ৫:৫৭:১৯,অপরাহ্ন ২১ জুন ২০১৫
বিনোদন ডেস্ক :: আজ ২১ জুন, বিশ্ব সংগীত দিবস। সারাবিশ্বে এইদিনে দিবসটি পালিত হয়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও আজ এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ।
১৯৭৬ সালে প্রথম বিশ্ব সংগীত দিবসের প্রস্তাব করেন ফ্রান্সের রেডিও স্টেশনের আমেরিকান মিউজিশিয়ান জোয়েল কোহেন। পরবর্তীতে ১৯৮২ সালে বিশিষ্ট নৃত্য ও সংগীত পরিচালক মরিস ফ্লরেট এবং ফরাসি সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং সংগীত দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেন। ১৯৮৫ সাল থেকে ইউরোপ এবং পরে সারাবিশ্বে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ যৌথ অনুষ্ঠানের আয়োজন করা করেছে। আজ (রোববার) বিকাল ৪টায় বাংলা একাডেমীর সেমিনার হলে উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান সুচি।
বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি তপন মাহমুদ জানিয়েছেন, রমজানের কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। তবে এবার সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক করুণাময় গোস্বামী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শিল্পী মাহমুদ সেলিম।