বিশ্ব বাবা দিবস আজ
প্রকাশিত হয়েছে : ৫:২৮:১২,অপরাহ্ন ২১ জুন ২০১৫
নিউজ ডেস্ক: আজ ইংরেজি জুন মাসের তৃতীয় রোববার, বিশ্ব বাবা দিবস। যদিও বাবার প্রতি সন্তানের সেই চিরন্তন ভালোবাসার প্রকাশ প্রতিদিনই ঘটে। তারপরও পৃথিবীর মানুষ বছরের একটা দিনকে বাবার জন্য রেখে দিতে চায়। যেমনটা মায়ের জন্য করেছে। এরই পরিপ্রেক্ষিতে বাবা দিবসের প্রচলন।
ইংরেজিতে ফাদার বা ড্যাড, জার্মানিতে ফ্যাটা, বাংলায় বাবা কিংবা ভারতীয়দের ভাষায় পিতাজি- যে নামেই ডাকুন না কেন পিতার প্রতি সন্তানের ভালবাসা একই রকম প্রকাশ পায়।
সন্তানের কাছে বাবা বন্ধুর মতো। কারো কাছে বাবা পথপ্রদর্শক। অনেকেই বাবাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। অনেক দেশে কার্ডও উপহার দেয়া হয়। যাদের বাবা বেঁচে নেই, তারা হয়তো আকাশে তাকিয়ে অলক্ষ্যে বাবার স্মৃতি হাতড়ায়। বাবা দিবসের প্রচলন বিংশ শতাব্দীর শুরু থেকেই।
১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের পিতৃদিবসে সরকারি ছুটি ঘোষণার বিল উত্থাপন করা হয়। ১৯৯৬ সালে বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয় সেখানে৷