বিরহী পূর্ণিমা রাত :: মো. মাজহারুল আলম
প্রকাশিত হয়েছে : ১২:০৫:৩১,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০১৪
মধ্য রজনী প্রায় অতিক্রান্ত
ঘুমকাতুর চোখে বেদনার জল।
প্রিয়তমা! তুমি আসনি বলে ভাসলোনা তরী
মরুভূমির মতো প্রখর তাপে তৃষ্ণাতুর
ঠিক আমার মন পাখির মতো…
নিরব নিস্তব্ধ নীশি
পূর্ণিমাও বিরহী রূপ ধারন করে আছে।
চারপাশের মানুষগুলোকে এখন
কেমন যেন মনে হয়
মানুষের ভেতর অমানুষের আস্তানা।
তুমি মুখ তুলে তাকাও
বিরহী পূর্ণিমা রাতে বসে আছি
বিরহী হৃদয়ের বিরহ কাটাবো বলে…