বিব্রস্ত্র হওয়া থেকে অল্পের জন্য রক্ষা!
প্রকাশিত হয়েছে : ১০:০৫:২৫,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক: হলিউড অভিনেত্রী সালমা হায়েক বিব্রস্ত্র হওয়া থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ।
এক খবরে এন্টারটেইনমেন্ট জানিয়েছে, সম্প্রতি এক ফটোশ্যুটে গিয়ে এ বিব্রতকর পরিস্থিত শিকার হন হায়েক।
ওই দিন ফটোশ্যুটের জন্য ভেজা পোশাকে সুইমিং পুলের বাইরে আসছিলেন তিনি। ভেজা থাকার কারণে তার পরিধেয় পোশাক বেশ ভারী হয়ে গিয়েছিল। এতেই যত বিপত্তি। এরপর সালমা হায়েক যতই নড়াচড়া করতে থাকেন ততই স্ট্র্যাপহীন পোশাক শরীর থেকে নেমে যাচ্ছিল।
শেষ পর্যন্ত পোশাকটা কোনোক্রমে টেনে ধরে সে স্থান ত্যাগ করেন তিনি। সালমা হায়েক সময় মতো পোশাক টেনে না ধরলে যে অঘটন ঘটত তাতে এ খবরের শিরোনাম পাল্টে যেত।