বিদেশের মাটিতে যেমন কাটছে বাংলাদেশি শিক্ষার্থীর ঈদ
প্রকাশিত হয়েছে : ৪:১২:০৭,অপরাহ্ন ১০ এপ্রিল ২০২৪
দেশের বাইরে পরিবারকে ছাড়া প্রথম ইদ কাটাবেন ফিনল্যান্ডের সেন্ট্রিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এর এম.বি.এ শিক্ষার্থী কাজিম উদ্দিন ।
মো.আবদুল্লা আল আমীন
ইদের দিন প্রথমে ঘুম থেকে উঠে ফিনল্যান্ডে থাকা একাধিক আত্মীয়-স্বজন এবং বাঙালি কমিউনিটির সাথে নামাজে যাওয়া, তারপর ভার্সিটিতে ক্লাস করা, তারপর কাজে যাওয়ার মধ্যে দিয়ে তাঁর ইদের দিনটি কাটবে।কাজিম জানান, তিনি সবচেয়ে বেশি মিস করবেন পরিবার, বন্ধু-বান্ধব এবং ছোট ভাইদের।
কাজিম উদ্দিন সংবাদ২১.কম কে বলেন, ‘মন খারাপ হলেও এটাই সত্যি যে, দেশের বাইরে পরিবার ছাড়া এটাই প্রথম ইদ। ইদের দিনও ভার্সিটিতে ক্লাস চলবে। ক্লাস শেষ করে আবার সরাসরি কাজে যেতে হবে।’
পরিবার বন্ধু-বান্ধব এবং ছোট ভাইদের উদ্দেশ্যে বলেন, ‘আমি তোমাদের সকলকে খুব বেশি মিস করছি। খুব শীঘ্রই দেশে আসবো, সবার সঙ্গে দেখা হবে। ইনশাআল্লাহ, আগামী বছর দেশে এসে সবাই একসাথে ইদ পালন করবো।’