বিএফডিসিতে সাঁতার কাটছে রাজহাঁস ও মাহি!
প্রকাশিত হয়েছে : ১১:২৯:৫৭,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক:: কয়েকটা রাজহাঁস লেকে সাঁতার কাটছে। সেই লেকের উপরে একটি পুল। কবুতরগুলো শান্তভাবে পুলের উপর বসে আছে। আবার মাঝে মাঝে একটু হাটাহাটি করছে। দৃশ্যটি বিএফডিসির ভেতরের। পাঠক, নিশ্চয়ই অবাক হচ্ছেন বিএফডিসিতে আবার লেক আসলো কোথা থেকে। প্রশ্নটা অবান্তর নয়। এ দৃশ্যটা সৈকত নাসিরের ‘দেশা-দ্য লিডার’ সিনেমার সেটের।
শুটিংয়ের এক ফাঁকে কথা হয় এ সিনেমার পরিচালক সৈকত নাসিরের সঙ্গে। তিনি বলেন, সিনেমার সব কাজ-ই শেষ। এখন এর সঙ্গে একটি গান যুক্ত হচ্ছে। এ গানের-ই শুটিং চলছে। গানের শুটটা শেষ হলেই সিনেমাটি সেন্সরে জমা দিব।
তিনি আরো বলেন, চলতি সপ্তাহেই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিব। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলে চলতি বছরের ১২ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এরই মধ্যে কলাকুশলীরা শট দেওয়ার জন্য তৈরি। এর পর-ই ভেসে আসে ‘আমার প্রিয় সাদাকালো, হাজার লোকের ভিড়ে বাসি ভালো’ শিরোনামের গানটি। গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছেন মাহি ও শিপন। এতে কণ্ঠ দিয়েছেন কনা ও কিশোর। গানটি লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর।
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ সিনেমায় মাহি-শিপন ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, সোহেল খান, মনজুরুল করিম প্রমুখ।