বাস খাদে পড়ে আহত ৩৫
প্রকাশিত হয়েছে : ১২:১৫:৫৩,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস খাড়ে পড়ে ৩৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার কসবায় এলাকায় ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাস খাদে বাস খাদে পড়ে আহত ৩৫
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলামেইলকে জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে বিএমএফ পরিবহনের একটি বাস কাওরাকান্দির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে কসবা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩৫ জন আহত হয়।
এ ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শেরে-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (মেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে এক শিশুসহ দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে গৌরনদী থানা পুলিশ।