বাংলাদেশকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সতর্ক বার্তা
প্রকাশিত হয়েছে : ৩:৫৯:৫৪,অপরাহ্ন ৩০ মে ২০১৫
নিউজ ডেস্ক::
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ও ইসলামিক স্টেটের (আইএস) হুমকির বিষয়ে বাংলাদেশকে সতর্কবার্তা দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর জানিয়েছে।
ডেইলি মেইল জানিয়েছে, মোদির সফরকে কেন্দ্র করে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে ঢাকাকে সতর্ক করেছে ভারতের গোয়েন্দা সংস্থা। দুই দেশের জন্য হুমকি তৈরি করতে পারে এমন জঙ্গিদের মোকাবিলায় ভারত ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থা একে অন্যের মধ্যে তথ্য-বিনিময় করেছে এবং তারা বিষয়টি গুরুত্ব দিয়ে মূল্যায়ন করছে।
ডেইলি মেইল গতকাল শুক্রবার খবরটি প্রকাশ করে। এ ব্যাপারে আজ শনিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘এই ব্যাপারে কিছু জানি না এখনো।’ কোথায় এ তথ্যটি জানা যেতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ সংক্রান্ত তথ্য থাকতে পারে।’ আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হক এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ডেইলি মেইলের প্রতিবেদনে ভারতে জেএমবির সাম্প্রতিক তৎপরতার কথা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশে ‘খেলাফত’ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়ে ভারতের বিভিন্ন এলাকায় বিশেষ করে বর্ধমানে ঘাঁটি গেড়েছে জেএমবি।
ভারতের এক গোয়েন্দা কর্মকর্তা ডেইলি মেইলকে জানান, জেএমবি-আইএসের হুমকির বিষয়টি একেবারেই উপেক্ষা করা যাবে না। এই ব্যাপারে দুই দেশের সহযোগিতা নিশ্চিতভাবে প্রযোজন।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ৬ জুন সকালে মোদি ঢাকায় পৌঁছাবেন। প্রথমে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও সেনাদের শ্রদ্ধা জানাবেন তিনি। এর পর মোদি ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসা পরিদর্শন করবেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর পক্ষে মৈত্রী সম্মাননা পদক নেবেন নরেন্দ্র মোদি। এ পর্যন্ত ২২৬ ভারতীয়কে এ সম্মাননা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করবেন মোদি। এর মধ্যে মনোযোগ থাকবে বাণিজ্য ও সন্ত্রাসবাদবিরোধী পারস্পরিক সহায়তা ইস্যু।
সূত্র : ডেইলি মেইল