‘বর্তমানে ঢাকা ধর্ষণের নগরীতে পরিণত হয়েছে’
প্রকাশিত হয়েছে : ১০:১৪:২৩,অপরাহ্ন ২৭ মে ২০১৫
নিউজ ডেস্ক::
বর্তমানে ঢাকা ধর্ষণের নগরীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান। আজ বুধবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এক সময়ে দিল্লীকে বিশ্বের মধ্যে ধর্ষণের নগরী হিসেবে উল্ল্যেখ করা হলেও বর্তমানে ঢাকা ধর্ষণের নগরীতে পরিণত হয়েছে।
মাহবুবুর রহমান বলেন, এটা বাংলাদেশের জন্য চরম মাত্রায় মানবিক বিপর্যয়। এর প্রতিবাদে বিপ্লব হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু সরকারও এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
তিনি আরও বলেন, বেঁচে থাকার অধিকারই মানবাধিকারের মধ্যে সবচেয়ে বড় অধিকার কিন্তু আজ সাগরে মানুষ ভাসছে। এভাবে চলতে পারে না। সাগরে ভাসমান লোকদেরকে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ৭১ এর পর জাসদের যে কর্মকাণ্ড ছিল আওয়ামী লীগের মধ্যে এখন সেই কর্মকাণ্ড বিরাজ করছে। এতে শুধু দেশের ক্ষতি নয়। আওয়ামী লীগেরও ক্ষতি হচ্ছে।
নোমান বলেন, স্বৈরাচার প্রতিষ্ঠিত করার জন্য যে কাজ করছেন এ কাজে আপনি (প্রধানমন্ত্রী) ব্যর্থ হবেন। আপনাকে যারা বুদ্ধি দিচ্ছেন সেই বুদ্ধি কোন কাজে আসবে না।
আয়োজক সংগঠনের সভাপতি নুরী আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য বিলকিস জাহান শিরিন, ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি সুলতান আহমেদ, সাবেক এমপি রাশেদা বেগম হীরা প্রমুখ।