বরিশাল মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ পদবঞ্চিতদের ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ১১:০০:২৯,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ছাত্রলীগের কমিটি গঠন করাকে কেন্দ্র করে নতুন কমিটির সভাপতি-সম্পাদকসহ বেশ কয়েকজনের কক্ষে ভাঙচুর চালানো হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) মধ্যরাতে কলেজ ছাত্রলীগের পদবঞ্চিত পৃথক দু’টি দল কলেজের হাবিবুর রহমান ও জামিলুর রহমান ছাত্রাবাসে এ ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। তবে এসময় ওইসব কক্ষে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কলেজ ছাত্রলীগের সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. প্রিন্স মজুমদার বলেন, শুক্রবার সন্ধ্যায় বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. অসীম দেওয়ান সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা বরিশাল মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই সদস্যের কমিটি ঘোষণার বিষয়টি জানতে পারি। ওই কমিটিতে মো. মনজুরুল ইসলাম ভূঁইয়া রাফিকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান তুহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এতে মাঠপর্যায়ের নেতাকর্মীরা বাদ পরায় শুক্রবার রাত থেকে মেডিকেল কলেজ ছাত্রলীগের ইমরান ও অনুপ সমর্থিত পৃথক দু’টি দল এ কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়। একপর্যায়ে মধ্যরাতে দু’টি হোস্টেলে থাকা রাফি ও তুহিনের কক্ষসহ তাদের সমর্থকদের বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর চালানো হয়।
ছাত্রবাস সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান ছাত্রাবাসের মো. মনজুরুল ইসলাম ভূঁইয়া রাফির ২০৪ ও তার সমর্থকের ১০১ নম্বর কক্ষ এবং জামিলুর রহমান ছাত্রাবাসের মোস্তাফিজুর রহমান তুহিনের ৪১৩, তার সমর্থকদের ৪১৪, ৪০৭ ও ১০৪ নম্বর কক্ষে ভাঙচুর চালায় পদবঞ্চিতরা। তবে হামলার আশঙ্কায় রাফি ও তুহিনসহ তাদের পাঁচজন সমর্থক আগে থেকেই আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে।