বরিশালে ১৫ লাখ টাকার রেনু পোনা জব্দ
প্রকাশিত হয়েছে : ১১:৫৯:৩১,অপরাহ্ন ১০ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরি থেকে ১৫ লাখ টাকার বাগদাসহ বিভিন্ন ধরনের চিংড়ির রেনু পোনা জব্দ করেছে বরিশাল নৌ-ফাঁড়ি পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে আড়িঁয়াল খা নদে ফেরিতে করে পারাপারের সময় দু’টি ট্রাকভর্তি রেনু পোনাগুলো জব্দ করা হয়। সকালে ট্রাক দু’টি বরিশাল লঞ্চঘাট এলাকার নৌ-ফাঁড়ি পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। এ সময় ট্রাক দু’টির চালক শেখ রাসেল ও আ. জব্বারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে আঁড়িয়াল খা নদে মীরগঞ্জ ফেরি পারাপারের সময় (ঢাকা মেট্রো-ট-১৬-৪৯৫৩ ও খুলনা মেট্রো-ট ১১-১০-৪৮) ট্রাক দু’টিতে থাকা ১৫ লাখ টাকার রেনু পোনা জব্দ করা হয়। পাশাপাশি আটক করা হয় ট্রাক চালকদের।
শুক্রবার সকালে ট্রাক দু’টি পোনাসহ ফাঁড়িতে আনা হয়। পরে বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেশ চন্দ্র সরকারের আদালতে তাদের সোপার্দ করা হলে বিচারক তাদের দেড় হাজার টাকা করে জরিমানা করেন।
এছাড়া বাগদাসহ বিভিন্ন ধরনের চিংড়ির রেনু পোনাগুলো নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন। এ নির্দেশ অনুযায়ী দুপুর সাড়ে ১২টার দিকে নগরের ডিসি ঘাট থেকে মাছের পোনাগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। তিনি জানান, চালকদের দেওয়া তথ্য অনুযায়ী পোনাগুলো ভোলার দৌলতখান থেকে খুলনার উদ্দেশে নেওয়া হচ্ছিল।