বরিশালে আদালতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা
প্রকাশিত হয়েছে : ২:৩৩:২৬,অপরাহ্ন ১৩ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুনের ঘটনায় নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০/১৫ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
বরিশাল কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, মামলায় দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চানসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এদিকে, অগ্নিকাণ্ডের পর থেকে বরিশাল আদালত প্রাঙ্গণে পুলিশের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চারটি সেরেস্তা কক্ষের (নথিখানা) প্রায় সাড়ে তিন হাজার নথি, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আসবাবপত্র পুড়ে যায়।