বঙ্গোপসাগরে ২টি ট্রলারসহ ২৫ ভারতীয় জেলে আটক
প্রকাশিত হয়েছে : ১০:৩৩:২৯,অপরাহ্ন ১১ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
বঙ্গোপসাগরে দেশী জলসীমা থেকে ২টি ট্রলারসহ নৌ বাহিনীর হাতে আটক ২৫ ভারতীয় জেলেকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে আটককৃতদের মংলা থানায় হস্তান্তর করে নৌ বাহিনী। তাদের বিরুদ্ধে সমুদ্রসীমা লংঘন ও অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে মংলা থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে মংলা বন্দর থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা।
এ সময় ওই এলাকায় টহলরত নৌ বাহিনীর জাহাজ বিএনএস সুরমা ভারতীয় দু’টি ট্রলার আটক করে। ট্রলার দু’টির নাম হলো এফ,বি স্বরস্বতী ও গৌরী। ট্রলার দু’টিতে ২৫ ভারতীয় জেলে ছিল। এ সকল জেলেদের বাড়ী ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনার কুলতলী থানার সানকিজান কলোনী গ্রামের বিভিন্ন এলাকায়।
এ নিয়ে চলতি মৌসুমে বঙ্গোপসাগরে দেশী জলসীমা থেকে ২৫ টি ফিশিং ট্রলারসহ ২শ ৯৯ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌ বাহিনী। দেশীয় সমুদ্রসীমা লংঘন ও অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে মংলা থানায় আটক ভারতীয় এসব জেলেদের বিরুদ্ধে পৃথক ১৬ টি মামলা দায়ের হয়। এর মধ্যে আদালত থেকে জামিন নিয়ে ২২ টি ফিশিং ট্রলারসহ ২শ ৬২ জন ভারতীয় জেলে দেশে ফিরে গেছে।