কক্সবাজার: বঙ্গোপসাগর থেকে হাতির একটি শাবক উদ্ধার করেছে জেলেরা। সোমবার দুপুরে জেলেরা হাতির শাবকটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
জেলেরা জানায়, প্রতিদিনের মতো সোমবারও নয়াপাড়ার জেলে নুর হোসেন ও রুবেল প্রকাশ পুতিয়া শাহপরীরদ্বীপের গোলারচর সংলগ্ন এলাকায় মাছ শিকার করছিলেন। এ সময় তারা একটি কালো রঙয়ের বস্তুর মতো কিছু একটা দেখতে পান। পরে কাছাকাছি গেলে দেখতে পায় কালো বস্তুটিই হাতির শাবক। শাবকটির গলায় রশি রয়েছে। পরে ওই রশিটি নৌকার সঙ্গে বেঁধে সাবরাং ইউনিয়নের নয়াপাড়ায় তীরে নিয়ে আসেন।
শাবকটি উদ্ধারের পর স্থানীয় জনতা বিষয়টি প্রশাসনকে জানালে নয়াপাড়ার বিওপির বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি) হাতিটি তাদের হেফাজতে রাখে।
এ খবর ছড়িয়ে পড়লে শাবকটি এক নজর দেখতে স্থানীয়রা ভিড় জমায়। ধারণা করা হচ্ছে, হাতির শাবকটি মিয়ানমার থেকে ভেসে আসতে পারে অথবা পাচার করা হচ্ছিল।
এ ব্যাপারে টেকনাফ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আবদুল মালেক হাতির শাবকটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, হাতির আকার দেখে বুঝা যায় এটি মিয়ানমার থেকে ভেসে এসেছে এবং বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে।