ফেসবুকে যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ
প্রকাশিত হয়েছে : ৭:৫৯:২০,অপরাহ্ন ০৬ এপ্রিল ২০১৫
তথ্যপ্রযুক্তি ডেস্ক :: এখন থেকে ফেসবুক অ্যানড্রয়েড অ্যাপসে মিলবে হোয়াটসঅ্যাপের সুবিধা। ফেসবুক অ্যানড্রয়েড ভার্সনের জন্য সম্প্রতি সেন্ড বাটন সংযুক্ত করেছে। ব্যবহারকারীর স্ট্যাটাস আপডেটের নিচে হোয়াটসঅ্যাপের আইকন সংযুক্ত করা হয়েছে। ফলে কেউ ফেসবুকে স্ট্যাটাস আপডেট দিলে সেটা হোয়াটসঅ্যাপসের মাধ্যমে অন্যদের মাঝেও ছড়িয়ে দেয়া যাচ্ছে।
দ্যা গ্রিক টাইম জানিয়েছে, ফেসবুক অ্যানড্রয়েড অ্যাপসে এই বাটনটি ডান পাশে রাখা হয়েছে। ফেসবুকের এই পদক্ষেপ ম্যাসেজিং সেবাকে আরো জনপ্রিয় করবে। একই সঙ্গে ফেসবুক ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপসের সঙ্গেও সংযুক্ত করবে।
ফেসবুক কতৃপক্ষ ম্যাসেজিং সেবাকে উন্নত করতে এ পরিকল্পনা হাতে নিয়েছে। এতে করে ফেসবুক ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের ম্যাসেজিং সেবার আরো সহজ হবে।
ফেসবুকের তথ্য মতে, সারা বিশ্বে ২০ বিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছে। অন্যদিকে প্রতিমাসে ওয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৭০০ মিলিয়ন। প্রতি মাসে ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করেন ৬০০মিলিয়ন মানুষ।
ফেসবুক জনপ্রিয় মাসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপস কিনে নিয়েছে বছর খানেক হল।