জিয়ার শাহাদাত বার্ষিকী পালন করলো ফিনল্যান্ড বিএনপি
প্রকাশিত হয়েছে : ১:০৯:২১,অপরাহ্ন ১৩ জুন ২০১৫
বিশেষ প্রতিনিধি:: বিগত ৩ জুন ফিনল্যান্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আযোজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি। ফিনল্যান্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান হিরকের উপস্থাপনায় আলোচনায় অংশ গ্রহন করেন, ফিনল্যান্ড বিএনপির সাধারন সম্পাদক জুলফিকার আশরাফ সাগর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক শিপু ও সহ সভাপতি আবদুর রশিদ। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফিনল্যান্ড বিএনপির সহ সভাপতি যথাক্রমে শফিক সরকার, জাহাঙ্গীর আলম, জহুরুল ইসলাম নজরুল, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শামিম বেপারী, যুব দলের সভাপতি এনাজুল হক ও সাধারন সম্পাদক আসলাম ফকির লিটন। ফিনল্যান্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাপস খান, সালাহউদ্দিন আহমেদ, সাফায়াত আলী, হাসেম মিয়া প্রমূখ।
সভাপতির ভাষনে কামরুল হাসান জনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতার ঘোষনা নাদিলে বাংলাদেশ স্বাধীন হোত না। তিনি বলেন, চক্রান্তকারীরা ১৯৭১ সালেই বাংলাদেশকে ভারতের অংগ রাজ্যে পরিনত করতো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষনাই দেন নাই বরং তিনি আজীবন বাংলাদেশের স্বাধীনতাসার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করে গেছেন। আধিপত্য ও সম্প্রসারনবাদি অশুভ শক্তির প্ররোচনায় ১৯৮১ সালের ৩০ শে মে জিয়াউর রহমানকে হত্যা করে স্বাধীনতা বিরোধী চক্র দেশকে হাজার বছরের জন্য ভারতীয় গোলামীতে পরিনত করার চক্রান্ত করছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবিত থাকলে বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়া সম্ভব হোত না। অতএব, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে তার স্বাধীনতার চেতনা ও আদর্শকে অনুসরন করতে হবে। অনুসরন করতে হবে তার বাংলাদেশী জাতীয়তাবাদি চেতনাকে ও ইসলামী মুল্যবোধকে। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আজ আমাদের শপথ নিতে হবে যে শত্রুর মুকাবিলা করে আমরা আমাদের স্বাধীনতা টিকিয়ে রাখবোই ইনশাল্লাহ।