ফিনল্যাণ্ডের ট্রেড ইউনিয়ন নির্বাচনে বাংলাদেশীর জয়
প্রকাশিত হয়েছে : ৬:২৯:৫২,অপরাহ্ন ০৭ জুন ২০১৫
অনলাইন ডেস্ক :: ফিনল্যাণ্ডের মূলধারার সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন পাম-এর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কাউন্সিল বডির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি অভিবাসী ভূঁঞা এন. জামান । পামের জন্ম লগ্ন থেকে এই প্রথম বারের মত কোন বাঙালী তথা এশিয়ান আগামী চার বছরের জন্য পামের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কাউন্সিল পরিষদের সদস্য নির্বাচিত হলো।
গত ১ থেকে ৩রা জুন হেলসিঙ্কিতে অনুষ্ঠিত পামের চার বছর মেয়াদী কংগ্রেস -এ সংগঠনের কার্যনির্বাহী সভাপতি, কাউন্সিল পরিষদের চেয়ারম্যান ও কাউন্সিল পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন কংগ্রেস এর নির্বাচনী পরিষদের চেয়ারম্যান । এতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন মিসেস এন সেলিন তাছাড়া কাউন্সিল পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন মিসেস সিরপা লাক্সো । কাউন্সিল পরিষদের সদস্য নির্বাচনের ক্ষেত্রে সমতার বৃত্তিতে বিভিন্ন পদ বন্টন করা হয় যাতে সব ক্ষেত্র এবং নারী-পুরুষের সম বন্টন নিশ্চিত হয়।
এখানে উল্যেখ সমগ্র ফিনল্যাণ্ড-এ পামের প্রায় ২ লক্ষ ৩০ হাজারের মত সদস্য যার আশি শতাংশই মহিলা। যারা মূলত ফিনল্যাণ্ড-এর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে।
এই সংগঠনের উদ্দেশ্য হলো সদস্যদের কাজের উন্নত পরিবেশ এবং তাদের নুন্যতম বেতন ভাতা নিশ্চিত করা তাছাড়া তাদের জীবন মান উন্নত করার জন্য বিভিন্ন সভা সেমিনার আয়োজন এবং আইনি সহাযতা প্রদান করা । এছাড়া কোনো কারণে চাকুরিচুত সদস্যরা তাদের বেতনের ৮০ শতাংশের সমপরিমাণ টাকা পেতে থাকবে পরবর্তী ১৮ মাস।
হেলসিঙ্কি থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা সংবাদ ২১ ডটকমের সম্পাদক ভূঁঞা এন. জামান স্থানীয় কমিউনিটিতে পরিচিত একটি মুখ। ২০০৫ সালে তিনি ফিনল্যাণ্ড -এ অভিবাসী হন। ভূঁঞা এন. জামান সাংবাদিকতার পাশাপাশি মূলধারার সংগঠন ফিনিশ সাংবাদিক ইউনিয়ন, হেলসিঙ্কি ইন্টারন্যাশনাল রোটারি ক্লাব, এমনেস্টি ইন্টারন্যাশনাল এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল কোয়ালিসন (কোকোমুস) পার্টির অন্যতম সদস্য ।´তিনি তার সফলতার জন্য পরিবারের সদস্য ও কমুনিটির সর্বস্তরের সকলকে ধন্যবাদ জানান। স্ত্রী তাসলিমা জামান ও একমাত্র কন্যা সন্তান জুনায়রা জামান সহ মা ও ভাই বোনদের নিয়ে তার পারিবারিক জীবন।