প্রতারণার মামলায় আগাম জামিন নিলেন নুসরাত!
প্রকাশিত হয়েছে : ১১:৫৮:৫১,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০২৪
প্রতারণার মামলায় জামিন পেলেন টালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ও ভারতের লোকসভার সংসদ সদস্য নুসরাত জাহান।
মো: আবদুল্লা আল আমীন
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২৪ জানুয়ারি আদালতে হাজিরা দেয়ার নির্দেশ ছিল নুসরাতের। কিন্তু হাজিরার তারিখের চার দিন আগেই শনিবার ( ২০ জানুয়ারি) ভারতের পশ্চিম বঙ্গের আলিপুর নিম্ন আদালতে হাজিরা দেন নায়িকা। ওই দিন ফ্ল্যাট প্রতারণার মামলায় ৪ হাজার টাকার সিকিউরিটি বন্ডে জামিন নেন নুসরাত।
এদিকে আলিপুর জর্জ আদালতের সূত্রে জানা যায়, আদালতে সশরীরে হাজির হতে রাজি ছিলেন না নুসরাত। এজন্য আলিপুর জজ কোর্টে লিখিত অভিযোগ দিয়েছিলেন তিনি। কিন্তু এ আদালত বসিরহাটের তৃণমূল সংসদ সদস্য নুসরাতের আবেদন খারিজ করে দেন। একইসঙ্গে তাকে নিম্ন আদালতে হাজিরা দিতে বলেন। ২৪ জানুয়ারি ছিল হাজিরার তারিখ।
কিন্তু ঝামেলা এড়াতে চার দিন আগেই নিম্ন আদালতে হাজিরা দিয়ে জামিন নেন নুসরাত। জানা গেছে, ফ্ল্যাট প্রতারণার মামলায় ২৪ কোটি রুপির প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
নুসরাতের ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামের একটি আবাসন প্রকল্প সংস্থায় ফ্ল্যাটের জন্য ৪২৯ জন গ্রাহক টাকা জমা দিয়েছিলেন। এরপরও ফ্ল্যাট বুঝিয়ে দেননি নুসরাত।
নির্দিষ্ট সময় পার হয়ে একে একে নয় বছর পেরিয়ে গেলে ভুক্তভোগীরা ইডির কাছে মামলা করেন। তারা জানান, প্রত্যেকের কাছ থেকে ৫ লাখ ৫৫ হাজার রুপি করে নিয়েছেন নুসরাত। যার সর্বমোট অর্থ দাঁড়ায় ২৪ কোটি রুপি।
এ প্রতারণা মামলায় নুসরাত বলছেন, আবাসিক ওই সংস্থার সঙ্গে যুক্ত নন তিনি। আইনজীবীদের সঙ্গে কথা বলে দ্রুত এ মিথ্যা অভিযোগের আইনি জবাব দেবেন নুসরাত।