‘পাকিস্তানের চেয়ে আমরাই এগিয়ে’
প্রকাশিত হয়েছে : ১২:১৫:০৫,অপরাহ্ন ০২ এপ্রিল ২০১৫
স্পোর্টস ডেস্ক::
সদ্য শেষ হয়ে যাওয়া বিশ্বকাপে ভালো পারফর্ম করার কারণে আসন্ন হোম সিরিজে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তিনি বলেন, এবারই পাকিস্তানকে হারানোর সেরা সুযোগ বাংলাদেশের সামনে। নিজেদের মাটিতে আমরাই এবার পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকবো। এবারই পাকিস্তানকে হারানোর সেরা সুযোগ আমাদের সামনে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকা ছাড়ছেন সাকিব। এরআগে, দুপুরে বনানীর নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলতে ১৩ এপ্রিলে ঢাকায় আসছে পাকিস্তান। এ সিরিজ প্রসঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার আরও বলেন, আমরা এবার তাদের (পাকিস্তান) বিপক্ষে সিরিজ জিততে চাই।