‘নির্বাচিত জনপ্রতিনিধিরাও সরকারের আক্রোশ থেকে রেহাই পাচ্ছে না’
প্রকাশিত হয়েছে : ৩:৩২:০৬,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: নির্বাচিত জনপ্রতিনিধিরাও বর্তমান সরকারের রাজনৈতিক আক্রোশ থেকে রেহাই পাচ্ছে না বলে অভিযোগ করেছে জামায়াত। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
এসময় তিনি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা নুরুল ইসলাম মন্ডলকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থকে সাময়িকভাবে বরখাস্ত করায় নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা নুরুল ইসলাম মন্ডলকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থকে সাময়িকভাবে বরখাস্ত করার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকার রাজনৈতিকভাবে তাকে হয়রানি করার হীন উদ্দেশ্যেই সাময়িকভাবে বরখাস্ত করেছে। তিনি একজন জনপ্রিয় নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই সরকার অন্যায়ভাবে তাকে সময়িকভাবে বরখাস্ত করেছে।