নিরাপত্তা ঝুঁকিতে ১০০ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী
প্রকাশিত হয়েছে : ৯:০৭:৪৪,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০১৫
তথ্যপ্রযুক্তি ডেস্ক:: হ্যাকারদের হ্যাকিংয়ের ঝুঁকির মধ্যে আছে প্রায় ১০০ কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী। এর মধ্যে সবাই অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট এর আগের সংস্করণ ব্যবহারকারী। নিরাপত্তা বিশ্লেষক প্রতিষ্ঠান র্যাপিড সেভেন এই তথ্য জানিয়েছে।
আর এর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে অ্যান্ড্রয়েড ওয়েবভিউতে থাকা একটি নিরাপত্তা ত্রুটিকে। অ্যান্ড্রয়েড ওয়েবভিউ ৪.৩ এবং এর আগের সংস্করণগুলোতে ব্যবহৃত একটি বিশেষ টুল যা অনলাইনে থাকা বিভিন্ন কনটেন্ট অ্যাপের মাধ্যমে প্রদর্শন করে থাকে। এর সাথে সংযুক্ত রয়েছে আরও বেশ কিছু টুল।
আর এই নিরাপত্তা ত্রুটির কারণে বর্তমানে নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছেন ১০০ কোটি ব্যবহারকারী। তবে গুগল জানিয়েছে, তাদের পক্ষ থেকে এই সমস্যার জন্য কোন প্যাচ আপডেট উন্মুক্ত করা হবে না। এর পরিবর্তে ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে তাদের মতো করে সমস্যাটির সমাধান করে নিতে।