নিজদলের নেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছে ছাত্রদল পদবঞ্চিতরা
প্রকাশিত হয়েছে : ২:০৭:৪৩,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে পদবঞ্চিত ছাত্রদল নেতারা। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সভাপতি রাজিব আহসান এবং সাধারণ সম্পাদক আকরামুল হাসানকেও গ্রেপ্তার দাবি জানিয়েছে ছাত্রদল নেতারা।
এই চারজনের অপসারণের দাবিতে রোববার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয়ার কথা ছিল। কিন্তু বেলা ১২টার দিকে সেখানে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটে। যার দায়িত্ব কেউ স্বীকার করেনি।
তবে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের পক্ষে তরিকুল ইসলাম টিটু বলেছেন, ‘তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পণ্ড করতেই এ্যানী-টুকু এবং রাজিব-আকরামের অনুসারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।’ এ জন্য তাদের গ্রেপ্তার দাবি করেছেন তিনি।
আগামীকাল সকাল থেকে পদবঞ্চিত ছাত্রদল নেতারা অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানান টিটু। ককটেল বিস্ফোরণের কারণে আজ অবস্থান কর্মসূচি পালন করা হয়নি বলে জানান তিনি।