নাসির জামশেদের কটূক্তির প্রতিবাদে যা বলেলন হ্যাপি
প্রকাশিত হয়েছে : ১০:৫৮:৫০,অপরাহ্ন ১১ মার্চ ২০১৫
বিনোদন ডেস্ক :: বাংলাদেশি ক্রিকেটার রুবেল হোসেনকে নিয়ে পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদের কটূক্তির প্রতিবাদ করলেন নাজনীন আক্তার হ্যাপি। এই অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ও রুবেলকে নিয়ে পাকিস্তানি ওই ক্রিকেটারের কথা বলার কোনও অধিকার নেই। আর রুবেল বিষয়ে আমি যেহেতু সংশ্লিষ্ট, তাই বলব এটা একদমই ভুল বলেছেন তিনি। হ্যাপি তার মামলা ও রুবেল প্রসঙ্গে বলেন, ‘আইনত শারীরিক সম্পর্ক তৈরির পরে কেউ যদি প্রতিশ্রুতি না রাখে, তাহলে ধর্ষণ হিসেবে গণ্য হয়। আমার মামলায় তাই ধর্ষণ বিষয়টি এসেছে। এর অর্থ এই নয়, রুবেল ধর্ষণ করে বেড়ায় কিন্তু পাকিস্তানি ওই ক্রিকেটার কথাটা বাজেভাবে বলেছেন।
হ্যাপি জানিয়েছেন, মামলাটি তিনি চালিয়ে নিতে আর আগ্রহী নন। এই প্রসঙ্গে তার বক্তব্য, ‘রুবেল আমার সঙ্গে প্রতারণা করেছে, এটা সত্য। একজন নারী হিসেবে তাই আদালত পর্যন্ত গিয়েছি। আমি এখনও তাকে ভালোবাসি। তাই সিদ্ধান্ত নিয়েছি এখন আর মামলাটি পরিচালনা করব না। আর ইচ্ছে করলেও এ ধরনের মামলা তুলে নেওয়া যায় না। তবে আমার অনাগ্রহের কারণে একটা সময় এটা বন্ধ হয়ে যাবে।
উল্লেখ্য, সোমবার আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের বিজয়ের পর পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদ টুইটারে রুবেলকে ফুলটাইম ক্রিমিনাল বলে গালি দেন। জামশেদ পোস্টে লিখেছেন, রুবেল হোসেনের বোলিংয়ে ইংল্যান্ড ধ্বংস হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশে একটি ধর্ষণ মামলা চলমান। এই ছেলে একজন ফুলটাইম ক্রিমিনাল, পার্ট টাইম ক্রিকেটার। আরেকটি টুইটে তিনি লিখেন, বাংলাদেশিরা এমনভাবে উল্লাস করছে ঠিক যেভাবে তারা ১৯৭১ সালে যুদ্ধে জেতার উল্লাস করেছিল কিন্তু এবার তারা ভারতের সহায়তা ছাড়াই জয় পেয়েছে।