নগরীতে অগ্নিকাণ্ডে প্লাস্টিক কারখানাসহ ৭বসতঘর ভস্মীভূত
প্রকাশিত হয়েছে : ৯:৪১:২৩,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: নগরীতে পৃথক দুই অগ্নিকাণ্ডের ঘটনায় প্লাস্টিকের কারাখানাসহ সাত বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় আট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
মঙ্গবার রাতে নগরীর আগ্রাবাদ ঈদগাহ রঙ্গীপাড়াস্থ ট্যাকসিন ফকিরের মাজার এলাকা রাত দেড়টায় ও রাত ১১টায় কোতোয়ালী ভেলুয়ার দিঘির পাড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশন নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর (টিও) কণা জানান, মঙ্গবার রাতে নগরীর আগ্রাবাদ ঈদগাহ রঙ্গীপাড়াস্থ ট্যাকসিন ফকিরের মাজার এলাকায় ছয়টি সেমিপাকা ঘর ভস্মীভূত হয়।
এতে ছয় লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে একটি অগ্নিনির্বাপক গাড়ী গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । ফায়ার সার্ভিস ১০ লক্ষ টাকা মুল্যের জিনিসপত্র উদ্ধার করে। বৈদ্যুতিক শটশার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয় বলে তিনি জানান।
অপরদিকে রাত ১১টার দিকে ভেলুয়া দিঘির পার নুর ই এলাহী মালিকানাধিন একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুই লক্ষটাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নন্দনকানন ফায়ার স্টেশন থেকে দুইটি অগ্নিনির্বাপক দুইটি গাড়ী গিয়ে আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ২০ লক্ষ টাকা মুল্যের জিনিসপত্র উদ্ধার করে। বৈদ্যুতিক শটশার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে তিনি জানান।