নকল করায় বন্ধ হলো দেবের ‘হিরোগিরি’
প্রকাশিত হয়েছে : ৭:২৪:১৯,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক:: জানুয়ারিতেই মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি ‘হিরোগিরি’৷ তাই নিয়ে জোর প্রস্তুতিও চলছিল ৷কিন্তু হঠাৎই যেন থমকে গেল৷ এরইমধ্যে কপিরাইট সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়ল ‘হিরোগিরি’৷ তার জেরেই ইউটিউব থেকে বন্ধ করে দেওয়া হল ছবিরই একটি গানের ভিডিও৷ দক্ষিণী প্রযোজক সংস্থা আরজেড ফিল্মসের অভিযোগের ভিত্তিতে ইউটিউব এই পদক্ষেপ নিয়েছে৷
শ্রীভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘হিরোগিরি’ ছবির ‘মারিয়া’ গানের ভিডিও কিছুদিন আগে মুক্তি পায়৷ দেব ও কোয়েলের জুটিতে এই গান জনপ্রিয়তাও পেয়েছিল৷ কিন্তু দক্ষিণী প্রযোজনা সংস্থা আরজেড ফিল্মস অভিযোগ আনেন নকল করার৷ তাদের অভিযোগ, জনপ্রিয় তেলুগু সিনেমা ‘বাপলু’র একটি গানের সুর ও কোরিওগ্রাফি নকল করে মারিয়া তৈরি হয়েছে৷ অথচ তাদের থেকে গানটির কোনও কপিরাইটও কেনা হয়নি৷ এই নিয়ে টিম ‘হিরোগিরি’র কারও কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি৷ ছবিটি পরিচালনা করছেন রবি কিনাগি, মুখ্য ভূমিকায় রয়েছেন দেব, কোয়েল ও আরও অনেকে৷