ধর্ষণ ঠেকাবে নেইলপলিশ!
প্রকাশিত হয়েছে : ১১:০৭:০৮,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৫
লাইফস্টাইল ডেস্ক :: যৌন নির্যাতনের কবলে পড়া থেকে নারীদের রক্ষা করবে এমন এক নেইলপলিশ আবিষ্কৃত হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এ আবিস্কার করার দাবি করেছে।
কিছু ওষুধ আছে যেগুলোকে ডেট রেপ ড্রাগ বলা হয়। এই ওষুধগুলি নারীদের পানীয়ের মধ্যে মিশিয়ে তাদের অচেতন করা হয়। এরপর তাদের ওপর যৌননির্যাতন করার ব্যাপক প্রচলন রয়েছে।
এটা আসলে কিভাবে কাজ করবে জানতে চাইলে আবিষ্কারকরা জানান, আন্ডার কাভার কালারস নামের এই নেইলপলিশ ভয়ঙ্কর ডেট রেপ ড্রাগসের সংস্পর্শে আসলেই রঙ পরিবর্তন করে ফেলবে। ফলে মহিলারা আগেই তাদের পানীয়তে রেপ ড্রাগসের উপস্থিতি সম্পর্কে সতর্ক হয়ে যেতে পারবেন।
আবিষ্কারকদের লক্ষ্য এমন টেকনোলজি আবিষ্কার করা যা নারীরা তাদের বিরুদ্ধে হতে চলা ঘৃণ্য অপরাধকে আগে থেকেই প্রতিরোধ করতে সক্ষম হবেন।
এই নেইলপলিশের মাধ্যমে আঙুল দিয়ে নিজেদের পানীয় সামান্য নাড়াচাড়া করলেই তার মধ্যে ডেট রেপ ড্রাগসের উপস্থিতি টের পেয়ে যাবেন তারা।
আন্ডার কাভারের ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়েছে, তারা নারীদের ক্ষমতায়নে বিশ্বাসী।