দেহব্যবসায় অভিনেত্রী স্বেতা বসু যা বললেন!
প্রকাশিত হয়েছে : ১২:৫২:২২,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৪
বেশ কিছু দিন আগে দেহব্যবসার অভিযোগে ভারতীয় অভিনেত্রী শ্বেতা প্রসাদ বসুকে মুম্বাইয়ের একটি হোটেল থেকে গ্রেফতার করেছিল পুলিশ। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে বেশকিছু খবর প্রকাশ হয়।
শুধু খবরই প্রকাশ হয় না রিতিমত আলোড়ন ফেলেছিলো এই ঘটনা।সব থেকে মজার বিষয় হলো এসব বক্তব্যকে বানোয়াট বলে মন্তব্য করেছেন শ্বেতা।শ্বেতা দাবি করছেন, তিনি কোনো গণমাধ্যমের সঙ্গেই কথা বলেননি। সম্প্রতি পুনর্বাসন কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন শ্বেতা। এর পরই একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্বেতা জানান, তাকে নিয়ে সংবাদকর্মীরা অনেক বানানো কথা লিখেছেন।
শুধু অস্বিকার বা বানোয়াট কথা সেটা বলেই ক্ষান্ত হননি তিনি,আরো বলেছেন ‘আমি যখন পুলিশ হেফাজতে ছিলাম তখন আমাকে টিভি দেখা কিংবা পত্রিকা পড়ার কোনো সুযোগ দেওয়া হতো না। আমাকে নিয়ে মিডিয়ার সার্কাস বাড়ি ফিরে দেখতে পেয়েছি। মিডিয়ার উচিত ছিল আমার জন্য অপেক্ষা করা। এর পর তারা বিচার করত আমি দোষী কি-না।
পুলিশের হাতে গ্রেফতার হওয়া প্রসঙ্গে শ্বেতা বলেন, ‘হায়দরাবাদে আমি কোনো সেক্স এজেন্টের কথাতে যাইনি। আমি সেখানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলাম। পরদিন আমার বিমানের ফ্লাইট ধরতে ব্যর্থ হই। সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজকরাই আমাকে বিমানের টিকিটের ব্যবস্থা করেছিল। আমার থাকার ব্যবস্থাও তারাই করেছিল। আমি শুধু পরিস্থিতির শিকার মাত্র। মামলার তদন্ত এখনও চলছে। আমি রেইডের কথা অস্বীকার করছি না। কিন্তু আমাকে নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয়।’
তার ভাষ্যমতে বলেন, ‘আমি যখন পুনর্বাসনকেন্দ্রে ছিলাম তখন আমার দাদা মারা যান। আমি তার জীবনের শেষ সময় পর্যন্ত উপস্থিত থাকতে পারিনি। বিষয়টি আজীবন আমাকে তাড়া করে বেড়াবে। আপনারা যেভাবে আমাকে উপস্থাপন করেছেন, শেষ মুহূর্তে তিনি আমার সম্পর্কে সে ধারণা নিয়েই চলে গেলেন। আমার মা দিনের পর দিন আদালতে দৌঁড়াদৌঁড়ি করেছেন। আমাকে একবারের জন্যও তার সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে দেওয়া হয়নি। পরের সপ্তাহে একবার মাত্র ফোনে কথা বলার সুযোগ পেয়েছি। সে সময় তিনি শুধুই কাঁদতেন।’
তবে সবকিছুর পরও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে শ্বেতা বলেন, ‘আমি একজন অভিনেত্রী আছি ও থাকব। এখন আমি আমার হিন্দুস্তান ক্ল্যাসিক সঙ্গীতের ওপর একটি তথ্যচিত্র তৈরি করছি। আমার জীবনের যে জায়গা থেকে আমি থেমেছিলাম, সেই জায়গা থেকেই আবার শুরু করব। কোন অপপ্রচার আমাকে আটকাতে পারবে না। আর যে জায়গাগুলোতে জীবনের ভুল ছিল সেগুলোও শুধরে নিতে চাই।তিনি আরো বলেন ‘এই বিপদে আমি আমার বন্ধু চিনতে পেরেছি। এটা আমার সারাজীবনের পথ চলায় কাজ দেবে।’