দেশে জয়ের কোনো শিকড় নেই: গয়েশ্বর
প্রকাশিত হয়েছে : ৪:১৫:৪৬,অপরাহ্ন ২২ অক্টোবর ২০১৪
নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রীর পুত্র জয়ের দেশে কোনো শিকড় নেই। শত চেষ্টা করেও আওয়ামী লীগ তাকে বাংলাদেশের নেতৃত্বে আনতে পারে নি। তিনি ভিন দেশের নাগরিক থাকতেই পছন্দ করেন।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপট মানবাধিকার ও গণতন্ত্র’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল সশ্রস্ত্র। কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনের পূর্বের আন্দোলন ছিল অস্ত্রবিহীন। তারপরও যে আন্দোলন হয়েছে, তাতে কি বোঝা যায় না, বিএনপি আন্দোলন করতে পারে কি পারে না।
শেখ হাসিনার সার্টিফিকেট দরকার উল্লেখ করে তিনি বলেন, এ জন্যই হাসিনা বিদেশে গিয়ে বেশি কথা বলেন।
গয়েশ্বর বলেন, আমার মনে হয় ২০১৪ সালের মধ্যেই নির্বাচনের সূত্র জনগণের চোখে ধরা দিবে। যে কবে নির্বাচন হবে।
নর্দমার নোংরা আবর্জনার চেয়েও বেশি ঘৃণা করে মানুষ আওয়ামী লীগকে উল্লেখ করে তিনি বলেন, আমাদের জোর করে কোর্টে নিতে হয়। আর ভবিষ্যতে তাদের কোর্টের বারান্দায় ঘুমাতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা বেশি বেশি টিভিতে আসে। কারণ তৃণমূলের নেতাদের চেহারা দেখিয়ে সাহস যোগাচ্ছে।
সংগঠনের সভাপতি আহাসান উল্লাহ শামীমের সভাপতিত্বে অন্যানদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমত উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।