দীপিকাকে নিয়ে নিরাপত্তার অভাব বোধ করেন রণবীর?
প্রকাশিত হয়েছে : ৫:১৮:২২,অপরাহ্ন ০৩ মার্চ ২০১৯
বিনোদন ডেস্ক:: রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন গত নভেম্বরে বিয়ে করেছেন । অফস্ক্রিনে তাদের কেমিস্ট্রির খবর তো সকলেই জানেন। অনস্ক্রিনেও তারা জনপ্রিয়। কিন্তু রণবীর সিংহের আগে রণবীর কপূরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দীপিকার।
অন্তত এমনটাই গুঞ্জন রয়েছে ইন্ডাস্ট্রিতে। যদিও সে সম্পর্ক পরিণতি পায়নি। আপাতত তিনি রণবীর সিংহের স্ত্রী। কিন্তু দীপিকার স্বামী কি তাকে নিয়ে নিরাপত্তার অভাব বোধ করেন? অন্তত স্ত্রী প্রাক্তন প্রেমিকের সঙ্গে কাজ করলে কি খারাপ লাগবে রণবীরের?
সম্প্রতি রণবীর সিংহকে প্রকাশ্যেই এই প্রশ্ন করা হয়েছিল। এড়িয়ে না গিয়ে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন নায়ক। রণবীর বলেছেন, “আমাকে দেখে কি ইনসিকিওর মনে হয়? আমি কিন্তু একেবারেই ওরকম নই। আমি কে, আমি কী, এ ব্যাপারে আমি অত্যন্ত সিকিওর। আমি জানি, দীপিকাকে আমি যে ভাবে ভালবাসি তেমনটা আর কেউ পারবে না।’’
বিয়ের পর সংসারে অনেক বেশি মন দিয়েছেন দীপিকা। বেছে কাজ করছেন। মেঘনা গুলজারের ‘ছপক’-এ তাকে দেখা যাবে। ভবিষ্যতে রণবীর কপূরের সঙ্গেও স্ক্রিন শেয়ারের সম্ভাবনা রয়েছে তার। তখন কি রণবীর সিংহ সত্যিই সিকিওর থাকবেন? গোটা ব্যাপারটা প্রফেশনালি দেখবেন তো নায়ক?