থানা হেফাজতে কে এই প্রতিবন্ধী?
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:৫৬,অপরাহ্ন ২০ মে ২০১৫
নিউজ ডেস্ক::
গাইবান্ধার পলাশবাড়ীতে কুড়িয়ে পাওয়া অজ্ঞাত বুদ্ধি প্রতিবন্ধি ছেলেটি থানা হেফাজতে ১০ দিনেও কোনো পরিচয় মেলেনি। এ ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ডায়েরি সূত্রে জানা যায়, গত ১০ মে ঢাকা থেকে পাটগ্রামগামী নিউ সাফা নৈশকোচে ওই সন্তানটিকে পাওয়া যায়। কোচের সুপার ভাইজার রুবেল মিয়া ছেলেটিকে সাথে নিয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর করেও ছেলেটির অভিভাবককে না পাওয়ায় অবশেষে গত বৃহস্পতিবার রাতে তাকে পলাশবাড়ী থানা হেফাজতে হস্তান্তর করেন।
নৈশকোচটি ঢাকা থেকে পাটগ্রাম গন্তব্যে পৌঁছার আগে রংপুর মর্ডানে গিয়ে কোচে ঘুমন্ত অবস্থায় ছেলেটির সন্ধান মেলে। আনুমানিক ৯ বছর বয়সী ছেলেটির উচ্চতা ৪ ফুট ১ ইঞ্চি, গায়ের রং ফর্সা, হালকা পাতলা গড়ন, মুখমন্ডল গোলাকার, ডান পায়ে হাঁটুর উপরে ফোলা দাগ আছে। পড়নে ছিল লাল রঙের হাফপ্যান্ট ও লাল রঙের গোলগলা হাফহাতা গেঞ্জি। পায়ে সেন্ডেল পরিহিত ছেলেটির গেঞ্জির বুকের স্থানে ইংরেজিতে রেডি-টু প্লে-১৯৮৩ লেখা ছিল।
থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, ছেলেটি প্রতিবন্ধি হওয়ায় পরিচয় উদ্ধার সম্ভব হয়নি। তবে, সে দক্ষিণাঞ্চলের কোনো এলাকার বাসিন্দা হবে। ছেলেটিকে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হলে আদালত তাকে আশ্রয় কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেন।