তাজমহল দেখতে অগ্রিম টিকিট কাটা যাবে ইন্টারনেটে
প্রকাশিত হয়েছে : ৮:১২:৪৯,অপরাহ্ন ২৭ ডিসেম্বর ২০১৪
তথ্যপ্রযুক্তি ডেস্ক::
তাজমহল ও হুমায়ুনের সমাধি দেখার জন্য এবার টিকিট মিলবে ইণ্টারনেটে। দেশের পাশাপাশি বিশ্ববাসীর কাছে ভারতের পর্যটন শিল্পকে তুলে ধরতে শুক্রবার ‘ই-টিকিট’ পরিষেবার উদ্বোধন করলেন ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী মহেশ শর্মা। পর্যটকদের সাহায্যে চালু করলেন হেল্প লাইন নম্বরও। পর্যটন শিল্পকে বিশ্বের কাছে তুলে ধরতে, পর্যটকদের নিরাপদ পরিবেশ দিতে এটা একটা সূচনা বলেই জানালেন মন্ত্রী। তার স্পষ্ট কথা, যে কোনও জায়গা নোংরা করা, কাজকর্মে ঢিলেমি এইসব আর চলবে না। ‘ভারতে সব চলতা হ্যায়’-এখন থেকে আর কোনও ভাবেই হবে না।
মহেশ শর্মা পর্যটন মন্ত্রকের দায়িত্ব নেয়ার পর থেকেই ভারতে আসা বিদেশি পর্যটকদের নিরাপত্তায় জোর দিয়েছেন। চালু করেছেন টোল ফ্রি হেল্পলাইন নম্বর। জোর দিয়েছেন পর্যটনস্হলের নিরাপত্তাতেও। সেই কর্মসূচিরই একটি পদক্ষেপ তাজমহল ও হুমায়ুন সমাধির জন্য ই-টিকিট। জানা গিয়েছে, ৯০ দিন আগে থেকে টিকিট কাটা যাবে। আপাতত হিন্দি ও ইংরেজিতে ওয়েব সাইটটিতে তথ্য ও পরিষেবা দেওয়া হচেছ। দ্রুত সাইটটিতে জার্মান, ফ্রেঞ্চ ভাষারও সুবিধা পাওয়া যাবে। টিকিট কাটা যাবে ডেভিড, ক্রেডিট কার্ড ও নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে। বিদেশি , দেশীয় ও সার্ক তালিকাভুক্ত দেশ পর্যটকদের তিনটি বিভাগে ভাগ করে তিন ধরনের ই-টিকিটের ব্যবস্হা করা হয়েছে।দিল্লির বিভিন্ন স্মৃতি সৌধ নিয়ে ইতিহাস সম্বলিত একটি বইও প্রকাশ করেছেন পর্যটনমন্ত্রী মহেশ শর্মা।