ডুডলে ২০১৪ সালকে বিদায় জানালো গুগল
প্রকাশিত হয়েছে : ৯:৩১:৪৭,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০১৪
অনলাইন ডেস্ক:: বিশেষ বিশেষ দিনে নতুন ডুডল নিয়ে হাজির হয় গুগল। ২০১৪ সালের বিদায় উপলক্ষ্যেও একটি ডুডল তৈরি করেছে গুগল। সেখানে মূলত বিদায়ী বছরের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হয়েছে।
২০১৪ সালের একটি আলোচিত গেম ছিল ফ্ল্যাপি বার্ড। ডুডলের শুরুতেই দেখানো হয়েছে একটি পাখিকে যা ফ্ল্যাপি বার্ডের প্রতিচ্ছবি। এ বছরই ফ্ল্যাপি বার্ড গেমটি আইওএস অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিয়েছিলেন গেমটির নির্মাতা।
ডুডলে পাখিটি উড়তে উড়তে রূপান্তরিত হয় একটি ফুটবলে। এ বছর অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ফুটবল। ক্রিয়া জগতের বাইরে প্রযুক্তি জগতেও আলোড়ন তুলেছিল ইভেন্টটি। টুইটারে সবচেয়ে বেশি টুইট এবং রিটুইট হয়েছিল বিশ্বকাপ ফুটবল নিয়ে।
মহাকাশ গবেষণাও নতুন মাত্রা পেয়েছে এ বছর। আর তাই গুগল তার ডুডলে তুলে ধরেছে রোসেটার ধূমকেতু জয় এবং ভারতের মঙ্গল অভিযানের চিত্রও।
প্রযুক্তি বিশ্বের কর্তাব্যক্তিদের কাছে এ বছর আরেকটি আলোচিত ঘটনা ছিল আইস বাকেট চ্যালেঞ্জ। গুগলের ডুডলে বাদ যায়নি এ বিষয়টিও।