ডিডস আক্রমণের শিকার ফেসবুক
প্রকাশিত হয়েছে : ৪:৫০:৫০,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০১৫
অনলাইন ডেস্ক:: হঠাৎ করেই লগইন করা যাচ্ছে না ফেসবুকে। মঙ্গলবার দুপুর ১২ টার পর থেকে বিপত্তির সম্মূখীন হচ্ছে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা। তবে দুপুর ১টা ১০মি. থেকে আবারো ফেসবুক এক্সেস করা যাচ্ছে।
জানা গেছে, হ্যাকার গ্রুপ লিজার্ড স্কোয়াড ফেসবুক, ইন্সটাগ্রামসহ বেশ কিছু ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে।
তবে সংবাদ ২১ ডটকম-কে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ১২টার পর থেকে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস (DDoS)-এর আক্রমণের শিকার হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিশ্বের বেশ কয়েকটি ওয়েবসাইট। ফলে এই সাইটগুলোতে ব্যবহারকারীরা লগইন করতে পারছেন না। এবং ক্ষেত্র বিশেষে, লগইন স্ক্রিন বা মূল পেজ আসছে না।
দুপুর সাড়ে ১২টা থেকে ফেসবুকে হঠাৎ করেই লগইন ফেইল্ড দেখাতে শুরু করে। এবং অ্যাকাউন্ট ‘সাময়িকভাবে বন্ধ’ দেখাতে শুরু করে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও ফেসবুকে লগইন করতে না পারার অভিযোগ জানিয়েছেন বেশ কিছু ব্যবহারকারী।
এর আগে সরকার ফেসবুক বন্ধ করে দিয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে বিটিআরসি’র সাথে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির সচিব মো. সারওয়ার আলম সংবাদ ২১ ডটকম-কে বলেন, বিটিআরসি এধরণের কোনো পদক্ষেপ নেয়নি। এটা ফেসবুকের নিজস্ব সমস্যা হতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সংবাদ ২১ ডটকম-কে নিশ্চিত করেছেন, সরকারিভাবে ফেসবুক বন্ধের কোনো নির্দেশ দেওয়া হয়নি বিটিআরসিকে। এবং সেই সাথে তিনি নিজে ও তার পাশে বসা সহকারী ফেসবুকে লগইন করতে পারছেন বলেও জানান এসময়।
প্রসঙ্গত, বিটিআরসি এধরণের কোনো পদক্ষেপ নিজে থেকে নেয় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ গেলেই বিটিআরসি এমন পদক্ষেপ নিয়ে থাকে।
উল্লেখ্য, পৃথিবীর অন্যান্য দেশেও এই সময়ের জন্য ফেসবুক এক্সেস করা যাচ্ছিল না। তবে দুপুর ১টা ১০ মি. (বাংলাদেশ সময়)-এর পর থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে মনে হচ্ছে।