ট্রাইব্যুনালের কার্যক্রম স্থগিতের দাবি ক্যাডম্যানের
প্রকাশিত হয়েছে : ৩:৫৬:৫৯,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ আইনজীবী ও যুদ্ধাপরাধ মামলার বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান।
একই সঙ্গে ট্রাইব্যুনালের দেওয়া সব রায় স্থগিতেরও দাবি তুলেছেন তিনি। এ বিষয়ে পদক্ষেপ চেয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এবং বিশেষ দূতদের কাছে আবেদন করা হয়েছে বলেও জানান নিজামীর মামলার এই আন্তর্জাতিক উপদেষ্টা।
শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে ক্যাডম্যান এ দাবি জানান। ব্যারিস্টার আবু বকর মোল্লা এবং ‘সেইভ বাংলাদেশ’ নামের একটি সংগঠনের সমন্বয়ক নজরুল ইসলামও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
টবি ক্যাডম্যান দাবি করেন, ‘বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বচ্ছ ও মান সম্পন্ন নয়। ট্রাইব্যুনালের বিচারপতিরা পক্ষপাতমূলক আচরণ করছেন, এটার যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে, যা বিচারের ক্ষেত্রে নিরপেক্ষ নন।’
তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই মতিউর রহমান নিজামীকে আল-বদর বাহিনীর প্রধান হিসেবে দোষী সাব্যস্ত করেছে। অথচ নিজামী যুদ্ধ শুরুর চার মাস আগেই আল-বদর বাহিনী প্রধান থেকে পদত্যাগ করেছিলেন। যে সব অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে দণ্ড দিয়েছে আদালত, তা গ্রহণযোগ্য মাত্রায় প্রমাণিত নয়।’
জামায়াতের এই বিদেশি আইনজীবী আরো দাবি করেন, ‘একটি বিশ্বস্ত সূত্রে গোপন যোগাযোগের তথ্য পাওয়া গেছে, যাতে বিচার বিভাগ, প্রসিকিউশন ও সরকারের সদস্যদের সঙ্গে যোগসাজশের প্রমাণ মিলেছে।’
তিনি বলেন, ‘সরকারের লোকজনকে প্রত্যক্ষভাবে বিচার প্রক্রিয়ার ওপর প্রভাব খাটাতে দেখা গেছে এবং বিচারে প্রভাব খাটিয়ে রাজনৈতিক বিরোধীদের ওপর প্রতিহিংসা চরিতার্থের অভিযোগ রয়েছে।’
বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালের বিচারকরা আন্তর্জাতিক আইনের মূলনীতি মেনে চলতে ব্যর্থ হয়েছেন বলেও দাবি করেন টবি ক্যাডম্যান।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগের মধ্যে আটটি ঘটনায় জামায়াতে ইসলামীর আমির নিজামীকে দোষী সাব্যস্ত করে এর চারটির জন্য তাকে মৃত্যুদণ্ড এবং বাকি চারটিতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এই রায় ঘোষণার পর সারা দেশে তিন দিনের হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী, যার প্রথম দিন গেছে বৃহস্পতিবার। আগামী রবি ও সোমবার তাদের হরতাল রয়েছে।