ট্রলারে মানব পাচারের ঘটনায় নৌবাহিনীর দুই মামলা
প্রকাশিত হয়েছে : ১০:৫০:১৪,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: সাগরপথে থাইল্যান্ড ও মালয়েশিয়াগামী যাত্রী উদ্ধার ও মানব পাচারকারী আটকের ঘটনায় ৯৮ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করেছে নৌবাহিনী।
মঙ্গলবার গভীর রাতে পতেঙ্গা থানায় মানব পাচার ও বৈদ্যুশিক নাগরিক নিয়ন্ত্রণ আইনে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস দূর্জয় এর এক্সিকিউটিভ অফিসার লে. কমন্ডিার এম মাহবুবুর রহমান এ মামলা দুটি দায়ের করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত ৯৮ জনকে বুধবার দুপুরে আদালতে হাজির করা হচ্ছে। এদের মধ্যে কয়েকজনকে রিমান্ডেরও আবেদন জানানো যেতে পারে। তিনি আরো জানান, অবৈধ অনুপ্রবেশের মামলায় মিয়ানমারের ৮২ নাগরিককে আসামি করা হয়েছে। তারা সবাই আটক ট্রলারের আরোহী ছিলেন। আর মানব পাচারের মামলার ১৬ আসামি ওই পাচারকারী চক্রের দালাল। ৫৯২ জনকে থানায় পুলিশের কাছে হস্তান্তর করার পর ৪৯৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘দুর্জয়’ সোমবার সকাল ৯টার দিকে সেন্টমার্টিন দ্বীপের প্রায় ১২০ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে গভীর সাগর থেকে ট্রলারটি আটক করে। সেখানে নারী ও শিশুসহ ৬২৫ জন ছিল।